Site icon Jamuna Television

রাসিক নির্বাচন বাতিল চেয়ে বুলবুলের মামলা

অনিয়মের অভিযোগ এনে রাজশাহী সিটি নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

বৃহস্পতিবার আদালতের নির্বাচনী ট্রাইবুন্যালে বুলবুল এর আইনজীবী আবুল কাশেম মামলাটি করেন। বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট ও আইনজীবী তোফাজ্জেল হোসেন তপু বলেন ‘শুনানি শেষে ট্রাইবুন্যালের বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নিয়েছেন। মামলায় নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি করা হয়েছে।

গত ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ভোট পান এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট।

Exit mobile version