Site icon Jamuna Television

ব্রিটিশ কলাম্বিয়ায় নিয়ন্ত্রণহীন দাবানল: সরানো হচ্ছে আরও ৩৫ হাজার পরিবার

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এখনও নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়ছে দেড়শ এলাকা। নতুন করে ৩৫ হাজার পরিবারকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

সতর্কতার আওতায় রয়েছে আরও ৩৬ হাজার পরিবার। এ অবস্থায় সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাজ্যজুড়ে সক্রিয় প্রায় ৪শ’ দাবানল, ছড়িয়েছে আবাসিক এলাকায়ও। এরই মধ্যে পুড়ে গেছে বহু বাড়িঘর ও স্থাপনা।

গত শুক্রবার (১৮ আগস্ট) ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি হয়। উত্তর-পশ্চিমাঞ্চলেও ২৩৬টি জায়গায় জ্বলছে দাবানল। ম্যাকডুগালে ১১ হাজার হেক্টরের বেশি এলাকায় ছড়িয়েছে আগুন।

/এমএন

Exit mobile version