Site icon Jamuna Television

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের সানমুন হোটেলের কক্ষ থেকে পৌর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাইফুদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, হোটেলের কর্মচারীরা জানায়, গতকাল রোববার (২০ আগস্ট) বিকেলে পাঞ্জাবি পড়া এক যুবককে সাথে নিয়ে হোটেলে আসেন সাইফুদ্দিন। কিছুক্ষণ পরই দু’জন বেরিয়ে যান। এরপর রাত পৌনে আটটার দিকে আবারও তারা হোটেলে ঢোকেন। এর আধা ঘণ্টা পর পাঞ্জাবি ও মুখে মাস্ক পড়া ওই যুবক হোটেল থেকে একা বেরিয়ে যায়। সোমবার সকালে সাইফুদ্দিনের এক বন্ধু তাকে খুঁজতে এলে হোটেল বয় তাকে রুমে নিয়ে যায়। এ সময় সাইফুদ্দিনের মরদেহ দেখতে পায় তারা।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সাইফুদ্দিন প্রায়ই হোটেলটিতে যাতায়াত করতেন। এদিকে, তার হত্যাকাণ্ডের খবরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এমএন

Exit mobile version