Site icon Jamuna Television

৩০০ এর বেশি রান তাড়া করার মানসিকতা থাকতে হবে: সাইফ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে ৩০০ প্লাস রানের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে টাইগারদের। এমনটাই জানিয়েছেন বিশ্বকাপের ব্যাকআপ ভাবনায় থাকা সাইফ হাসান। সম্প্রতি শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন সাইফ।

বিশ্বকাপের জন্য ব্যাকআপ হিসেবে ৮ ক্রিকেটারকে নিয়ে চলছে অনুশীলন। পারিবারিক কারণে এখনো ক্যাম্পে যোগ দেননি বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে থেমে নেই অনুশীলন। জাতীয় দলের সাথে মিল রেখে হাই-ইন্টেন্স অনুশীলন করছে দল।

সোমবার (২১ আগস্ট) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে সাইফ বলেন, আমার মনে হয় এটা ব্যাকআপ প্ল্যান। আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন। যেন পরবর্তী সময়ে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে।

গত জুলাই মাসে শ্রীলঙ্কায় হয়ে যাওয়া ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন সাইফ। ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের ভেন্যুও শ্রীলঙ্কা। সে জন্য সাইফের কাছে শ্রীলঙ্কায় সম্প্রতি খেলে আসার অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, জবাবে সাইফ বলেন, যেসব ম্যাচ খেলেছি, সেমিফাইনাল বাদে সব ম্যাচে ৩০০+ স্কোর হয়েছে। যেহেতু বড় একটা ইভেন্ট আসছে, এ রকমই হবে, ৩০০+ রানের উইকেট। আমার মনে হয়, ওভাবেই প্রস্তুত হওয়া উচিত। ৩০০+ রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।

এশিয়া কাপের দলে থাকা সতীর্থ তানজিদ তামিমের সাথেও কথা হয়েছে শ্রীলঙ্কার কন্ডিশন নিয়ে। টেস্ট ফরম্যাটের চিন্তায় থাকা সাইফ ইমারজিং কাপ দিয়ে শটার ভার্সনেও নিজের অবস্থানের জানান দিয়েছে। গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে দারুণ খেলেছিলেন সাইফ। সেই টুর্নামেন্টে ১৬ ইনিংসে ৩৯.৩৭ গড়ে ৬৩০ রান করেছিলেন তিনি। যেখানে ১টি সেঞ্চুরির পাশাপাশি ছিলো ৫টি ফিফটির ইনিংস। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছয় নম্বরে ছিলেন তিনি।

/আরআইএম

Exit mobile version