Site icon Jamuna Television

রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের সাথে বিতর্কে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প। খবর এপির।

বিবৃতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট জানান, জনপ্রিয়তার জরিপে অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে আছেন তিনি। তাই তাকে আক্রমণ করতে প্রতিদ্বন্দ্বীদের সুযোগ দেয়া উচিত হবে না বলে মনে করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী বুধবার রাতে উইসকনসিনে অনুষ্ঠিত হবে রিপাবলিকান পদপ্রার্থীদের প্রথম বিতর্ক। ২০২৪ সালের নির্বাচনকে ঘিরে এরইমধ্যে জরিপ চালিয়েছে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম। যাতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

/এমএন

Exit mobile version