Site icon Jamuna Television

ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করবেই, এবারের নির্বাচন গণতন্ত্র রক্ষার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এবারের নির্বাচন হবে গণতন্ত্র রক্ষার নির্বাচন, ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করবেই। এর মধ্যেই স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নসরুল হামিদ বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা লাগিয়েছেন, হাজার হাজার মানুষ হত্যাকারীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। সেই বিএনপি ২০০১ সালে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে না পেরে সারাদেশে আওয়ামী লীগ অফিস, স্কুল ও কলেজে তাণ্ডব চালিয়েছে।

/এমএন

Exit mobile version