Site icon Jamuna Television

ফরিদপুরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১১ বছর পর কুমিল্লায় গ্রেফতার

ছবি: র‍্যাব মিডিয়া সেল

ফরিদপুরের আলোচিত গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চুন্নু মাতুব্বরকে দীর্ঘ ১১ বছর পর কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২০ আগস্ট) তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১০।

র‍্যাব জানায়, রোববার বেলা ১টায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কালিয়ারচর পূর্ববাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১০ এর একটি দল। সেখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি চুন্নু মাতুব্বরকে গ্রেফতার করে তারা। আসামি চুন্নু মাতুব্বর (৫৫) ফরিদপুরের সদরপুর থানার চর ব্রাহ্মন্দী এলাকার মৃত রহিম মাতুব্বরের ছেলে। ২০১২ সালে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তিনি।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত আসামি। দীর্ঘ ১১ বছর ছদ্মবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি। গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

/এএম

Exit mobile version