Site icon Jamuna Television

মস্কোয় হঠাৎ বন্যা, আন্ডারগ্রাউন্ডে তলিয়ে ৪ জনের মৃত্যু

হঠাৎ বন্যায় তলিয়ে গেলো আন্ডারগ্রাউন্ড। সেখানে আটকা পড়ে মৃত্যু হলো কমপক্ষে চার জনের। রাশিয়ার মস্কোয় হয়েছে এ ঘটনা।

এ ঘটনায় নিখোঁজ আরও কয়েকজন। চলছে তল্লাশি ও উদ্ধারকাজ। রাজধানীতে টানা ভারি বৃষ্টির কারণে তৈরি হয় বন্যা পরিস্থিতি। এত দ্রুত পানি বেড়ে যায় সরে যাওয়ার সুযোগ পায় না অনেকেই।

মেয়র জানান, নেগলিংকা নদী সংলগ্ন উপনদী ও তার সাথে সংযুক্ত ১৯ শতকের পুরোনো সুয়ারেজ ব্যবস্থা দেখতে গিয়েছিলেন পর্যটকদের একটি দল। ২০ জন যাওয়ার কথা থাকলেও ভারি বৃষ্টির কারণে যাত্রা বাতিল করেন বেশিরভাগ। মোট আটজন ছিল পর্যটকদের দলটিতে। মস্কোভা নদীতে পাওয়া যায় দুই শিশুর মরদেহ। যথাযথভাবে নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ট্যুর কোম্পানির বিরুদ্ধে।

এটিএম/

Exit mobile version