Site icon Jamuna Television

বৈশাখী টেলিভিশনের নিউজ এডিটর প্রবীর বড়ুয়ার বাসায় চুরি

রাজধানীর বাড্ডায় বৌদ্ধ মন্দিরের পাশে বৈশাখী টেলিভিশনের নিউজ এডিটর প্রবীর বড়ুয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে। লোপাট হয়েছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল।

ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মী প্রবীর বড়ুয়া জানান, সোমবার (২১ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা ব্যক্তিগত কাজে বাইরে যান। এ সুযোগে চোর চক্রের সদস্যরা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এক রুমে থাকা আলমারি ভাঙচুর করে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে তারা।

এরপর রাত ৯টার দিকে ফ্ল্যাটের বাসিন্দারা বাসায় ফিরে চুরি হওয়ার বিষয়টি টের পান। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এটিএম/

Exit mobile version