Site icon Jamuna Television

কক্সবাজারে আওয়ামী লীগ নেতা হত্যায় গ্রেফতার ১

কক্সবাজারে পৌর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) টেকনাফগামী একটি বাস থেকে তাকে আটক করে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জামান।

আটককৃতের নাম আশরাফুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। গতকাল সানমুন হোটেলের ২০৮ নাম্বার কক্ষে সকালে পৌর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাইফুদ্দিনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ঐ কক্ষ থেকে বেরিয়ে একজনের পালানোর দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই সূত্র ধরে আটক করা হয়েছে আশরাফুলকে।

এটিএম/

Exit mobile version