Site icon Jamuna Television

দেশে ফিরেই গ্রেফতার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

দেশে ফিরেই গ্রেফতার হলেন, ১৫ বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। গ্রেফতারের পর তাকে আদালতে নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। খবর আল জাজিরার।

থাই গণামধ্যমের তথ্য অনুসারে, মঙ্গলবার (২২ আগস্ট) থাকসিন সিঙ্গাপুর থেকে একটি প্রাইভেট বিমানে করে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন। তারপর দেশটির রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর পর তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়।

থাইল্যান্ডের দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতির’ মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। তার পর থেকে তিনি দেশের বাইরে স্বেচ্ছানির্বাসনে ছিলেন।

এটিএম/

Exit mobile version