Site icon Jamuna Television

মূলপর্বে পৌঁছনোর লক্ষ্যে মোহনবাগানের মুখোমুখি হবে ঢাকা আবাহনী

ছবি: সংগৃহীত

এএফসি কাপে দক্ষিণ এশিয়া অঞ্চলের মূলপর্বে পৌঁছনোর লক্ষ্যে আজ (২২ আগস্ট) মোহনবাগানের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। যুবভারতী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।

দারুণ ছন্দে আছে আবাহনী। এএফসি কাপের প্রথম কোয়ালিফাইং ম্যাচে আকাশি-নীলরা ২-১ গোলে জিতেছে মালদ্বীপের ঈগলসের বিপক্ষে। কিন্তু গেলোবার এই মোহনবাগানের কাছে যুবভারতী স্টেডিয়ামে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ঢাকার জায়ান্টরা। টানা দু’বার ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছনো মোহনবাগানের জন্য এটা অনেকটা ফাইনাল ম্যাচ।

গত মে মাসে প্লে অফে হারানোর পর এএফসি কাপে যোগ্যতা অর্জন করে। এরপর গত সপ্তাহে নেপালের মাছিন্দ্রা এফসিকে উড়িয়ে দিয়েছে কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবটি। দলটির মুল শক্তি কামিন্স আর আনোয়ার। এদিকে ভিসা জটিলতায় ভারত যেতে কিছুটা দেরি হয় আবাহনীর।

/আরআইএম

Exit mobile version