Site icon Jamuna Television

বন্যার্ত এলাকা দেখতে গিয়ে প্লাবিত জমিতে নেমে গেলেন কিম জং উন

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে, প্লাবিত জমিতে নেমে গেলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটি প্রকাশ করে কিমের এ ছবি।

সোমবার পানিতে তলিয়ে থাকা বন্দরনগরী নামফোয় যান কিম। হাঁটুপানির মধ্যেই হেঁটে হেঁটে ঘুরে দেখেন দুর্যোগ কবলিত এলাকা। সেসময় তার সাথে ছিল সরকারি কর্মকর্তারা। বন্যা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী কিম তক হুন’র মন্ত্রিসভাকে দোষারোপ করেন তিনি। একে প্রাকৃতিক নয়, মানবসৃষ্ট দুর্যোগ বলে আখ্যা দেন কিম। পূর্বসতর্কতা না নেয়া ও দায়িত্বে অবহেলার দায়ে বরখাস্ত করেন শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তাকে।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক বন্যায় অঞ্চলটির সাড়ে ৫শ’ হেক্টরের বেশি এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে তলিয়ে যায় ২৭০ হেক্টরের বেশি ধানক্ষেত। তৈরি হয়েছে চরম খাদ্য ঘাটতির শঙ্কা।

এটিএম/

Exit mobile version