Site icon Jamuna Television

চিলিতে প্রবল ঝড়ে ২ জনের মৃত্যু, পানিবন্দি ২৬ হাজার মানুষ

ছবি: সংগৃহীত

লাতিন দেশ চিলির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের প্রভাবে প্রাণ গেছে অন্তত দু’জনের। সেইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত হাজারখানেক মানুষ। এপি’র খবর।

সোমবার (২১ আগস্ট) ভারী বর্ষণ ও দমকা বাতাসের প্রভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে চিলির দক্ষিণাঞ্চল। অবিরাম বৃষ্টি এবং বন্যার কারণে তলিয়ে গেছে ঘরবাড়ি। দেখা দিয়েছে প্রকট বিদ্যুৎ, খাবার এবং বিশুদ্ধ পানির সঙ্কট।

এদিকে, দেশটির সরকার রাজধানী সান্তিয়াগো থেকে বিওবিও প্রদেশ পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে। বিগত তিন দশকে এমন ভারী বর্ষণের নজির এই প্রথম। কর্তৃপক্ষ বলছে, কমপক্ষে ছাব্বিশ হাজার মানুষ এখনও পানিবন্দি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে অন্তত চৌত্রিশ হাজারের বেশি মানুষ। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেই সাথে যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও।

/এম ই

Exit mobile version