Site icon Jamuna Television

রাউজানে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার ঊনসত্তর পাড়ার গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোক্তার হোসেন এবং সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, ভোরে ডাকাতির উদ্দেশ্যে গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনির এক গৃহস্থের ঘরে ঢুকে সাইফুল ও মোক্তার। এ সময় স্থানীয় মানুষজন টের পেয়ে গেলে তাদের দিকে অস্ত্র তাক করে ধরে ডাকাতরা। একপর্যায়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পরে এই দুই ডাকাত। জনগণ গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ডাকাতের।

Exit mobile version