Site icon Jamuna Television

পোল্যান্ডে দুটি ‘এফএ-ফিফটি’ যুদ্ধবিমান পাঠালো দক্ষিণ কোরিয়া

পোল্যান্ড পেয়েছে দুটি 'এফএ-ফিফটি' যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

পোল্যান্ডের হাতে পৌঁছালো অত্যাধুনিক দুটি ‘এফএ- ফিফটি’ যুদ্ধবিমান। সোমবার (২১ আগস্ট) ফাইটার জেটগুলো পাঠায় নির্মাতা দেশ দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্সের।

পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী জানান, দেশের সামরিক বহরকে আরও শক্তিশালী করবে যুদ্ধবিমানগুলো। কারণ, পোল্যান্ডের বিমান বাহিনীতে বর্তমানে রয়েছে সোভিয়েত যুগের ফাইটার জেট। কিন্তু পশ্চিমা যুদ্ধবিমান সেগুলো থেকে বহুগুণে কার্যকর বলে জানান তিনি। বিবৃতিতে তিনি জানান, আরও ১০টি যুদ্ধবিমান চলতি বছরের শেষ নাগাদ পৌঁছানোর কথা।

প্রসঙ্গত, গত বছর দুই দেশ ১ হাজার ৩৭০ কোটি ডলারের অস্ত্র চুক্তিতে সম্মত হয়েছিল। যার আওতায় দক্ষিণ কোরিয়ার রকেট লঞ্চার, জঙ্গি জেট, কে-টু ট্যাঙ্ক এবং কে-নাইন কামান পাবে ন্যাটোভুক্ত দেশটি।।

/এএম

Exit mobile version