Site icon Jamuna Television

ওমানের ‘ফাইভ এ সাইড’ হকিতে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ওমানের সালালায় বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ এ সাইড হকি খেলবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। চার বছর পর আন্তর্জাতিক হকিতে ফিরছে বাংলাদেশের মেয়েরা।

সালালাহ শহরে নারীদের টুর্নামেন্টটি চলবে ২৫ থেকে ২৮ আগস্ট। আর ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর একই শহরে হবে ছেলেদের বিশ্বকাপ বাছাই- এশিয়া হকি ফাইভের আসর। নারী দলের ঢাকা ছাড়ার কথা আজই। আর ছেলেরা যাবে ২৬ আগস্ট। ওমান মিশনে বাংলাদেশের দু’টি দলেরই কোচ বিকেএসপি হকির বিভাগীয় প্রধান জাহিদুর রহমান রাজু।

এর আগে থাইল্যান্ডে যুব অলিম্পিকের ‘ফাইভ-এ-সাইড’ বাছাইপর্ব পেরিয়ে আর্জেন্টিনায় চূড়ান্ত পর্ব খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ যুব হকি দলের।

/আরআইএম

Exit mobile version