Site icon Jamuna Television

বিএনপির এখন কান্না ছাড়া আর কোনো উপায় নেই: কাদের

বিএনপির এখন কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নেই। সারাদেশে উন্নয়নে দলটির নেতারা কিছুদিন পর চোখে অন্ধকার দেখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশে ও বিদেশে আওয়ামী লীগ বন্ধুহীন নয় উল্লেখ করে এ সময় ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা কে দিলো আর কে দিলো না, তা নিয়ে বঙ্গবন্ধু কন্যা ভাবেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেপ্টেম্বরের প্রথম দিন ‘তারুণ্য নির্ভর সমাবেশ’ এবং দ্বিতীয় দিন সুধীজনদের নিয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। উভয় সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় জনতার মহাসমুদ্র দেখবে বলে এ সময় উল্লেখ করেন সেতুমন্ত্রী। বললেন, আগামী ২ সেপ্টেম্বরের সমাবেশে মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি আমরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা ইস্পাতের মতো শক্তি নিয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গি মোকাবেলা ও প্রতিরোধ করতে প্রস্তুত।

/এমএন

Exit mobile version