Site icon Jamuna Television

‘মোজাম্মেল হক চৌধুরীর বিষয়ে তদন্ত চলছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ফাইল ছবি

চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের যে আটকের অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই গ্রেফতার করা হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version