Site icon Jamuna Television

যশোর থেকে নিখোঁজ; শাহরিয়ারের সন্ধান চায় পরিবার

নিখোঁজ শাহরিয়ার (১২)।

গত ১ আগস্ট সন্ধ্যা থেকে নিখোঁজ শাহরিয়ার (১২) নামের এক শিশু। সম্ভাব্য প্রায় সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তার। নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করলেও বিভিন্ন আশঙ্কায় এখন দিন কাটছে শাহরিয়ারের বাবা-মা ও পরিবারের।

জানা গেছে, যশোরের মণিরামপুরের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা মামুন খানের ছেলে শাহরিয়ার গত ১ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাতটার সময় থেকে নিখোঁজ। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও লাল গেঞ্জি।

নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও শাহরিয়ারের সন্ধান না পাওয়ায় গত শনিবার (১৯ আগস্ট) তেঁতুলিয়া থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়। কোনো সহৃদয় ব্যক্তি শাহরিয়ারের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে শাহরিয়ারের পরিবার।

০১৯১৪-৩০৫৯৪৩- মামুন খান (শাহরিয়ারের বাবা)

/এসএইচ

Exit mobile version