Site icon Jamuna Television

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে

জাপানের হোক্কাইডো দ্বীপে জোরালো ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ভূমিধসের কারণে দ্বীপটির বেশিরভাগ ঘরবাড়ি ও স্থাপনা ভেঙ্গে পড়েছে। এদিকে বিধ্বস্ত হোক্কাইডো দ্বীপে চলছে উদ্ধারকাজ। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছে অনেকে। উদ্ধারকর্মীদের দাবি, তালিকা অনুসারে এখনও কমপক্ষে ২৬ জন নিখোঁজ রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন সাড়ে তিনশ’র বেশি মানুষ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হোক্কাইডোর প্রায় ৫০ লাখের বেশি ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে। দুর্যোগের কারণে বিচ্ছিন্ন রয়েছে টেলিফোন সংযোগ, বন্ধ ট্রেন ও বিমান চলাচল। উদ্ধার, ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য দ্বীপটিতে ২৫ হাজার অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

প্রসঙ্গত, গত বুধবার দ্বীপটিতে অনুভূত হয় ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প।

Exit mobile version