Site icon Jamuna Television

জামালপুরে ২৩ কেজি গাঁজাসহ আটক ৩

ইয়াবাসহ আটক মাদক কারবারিরা। ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে ২৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) ভোরের দিকে সদরের শিলকুড়িয়া গ্রামে তাদেরকে আটক করে পুলিশ।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শিলকুড়িয়া গ্রামে রিপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় তিন মাদক কারবারিকে আটক করে তারা।

আটককৃতরা হলেন, শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও মো. রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)।

ওসি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

/এএম

Exit mobile version