Site icon Jamuna Television

ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন না‌মের এক মাদক কারবারিকে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। বুধবার (২৩ আগস্ট) দুপুরে ভোলা সদ‌রের মাদরাসা বাজার এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়।

বুধবার বি‌কেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্টগা‌র্ড দ‌ক্ষিণ জো‌নের স্টাফ অ‌ফিসার অপা‌রেশন লে. এম হাসান মে‌হেদী জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের সদশয়রা এক‌টি অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ২ হাজার পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৪০৪ টাকাসহ আ‌নোয়ার হো‌সেন না‌মে মাদক কারবারী‌কে আটক করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে ভোলা ম‌ডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version