Site icon Jamuna Television

বিএনপির সাথে শুধু নেতাকর্মী আছে, জনগণ নেই: কাদের

বিএনপির সাথে শুধু নেতাকর্মী আছে, দলটির সাথে জনগণ নেই। তাই তাদের আন্দোলনে সুনামি তৈরি হবে না, সেটাই স্বাভাবিক, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আইভী রহমানের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদেনের পর তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়।

পরে ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ এর ষড়যন্ত্রের ধারাবাহিকতাতেই বাংলাদেশের রাজনীতিতে আসে ২১ আগস্ট। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল।

/এমএন

Exit mobile version