Site icon Jamuna Television

প্রিগোঝিনের বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে রাশিয়া

বিমান বিধ্বস্তের ছবি। সংগৃহীত ছবি।

ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে বহনকারী প্রাইভেট জেট বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় এ তথ্য। খবর রয়টার্সের।

মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে তিভের অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। প্রিগোঝিনসহ মোট ১০ জন আরোহী ছিলেন বিমানটিতে। দুর্ঘটনার কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

গত জুনে রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহে নেতৃত্ব দেন প্রিগোঝিন। তবে বেলারুশের মধ্যস্থতায় সেসময় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রিগোঝিনসহ তার বাহিনীর সবাইকে পাঠানো হয় বেলারুশে। প্রিগোঝিনের মৃত্যুর সাথে আলোচিত রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন বরখাস্তের কোনো সংযোগ থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

মঙ্গলবার মহাকাশ প্রতিরক্ষা বাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয় সুরোভিকিনকে। এর আগে ইউক্রেন যুদ্ধের দায়িত্ব থেকেও তাকে বরখাস্ত করা হয়।

/এমএন

Exit mobile version