Site icon Jamuna Television

পাইকারিতে পেঁয়াজের দাম কমার সুফল নেই ভোক্তা পর্যায়ে

পাইকারি পর্যায়ে ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরা পর্যায়ে আগের চড়া দমেই বিক্রি হচ্ছে। আমদানি জাতের পাইকারি দর কেজিতে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। কিন্তু খুচরা দোকানে বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে।

পাইকাররা জানিয়েছেন, কয়েকদিনে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে। এসব পেঁয়াজ দ্রুত পচে যায়। সংরক্ষণ করা বেশ কষ্টকর। এজন্য আড়ত খালি রাখতে চান তারা।

এদিকে, খুচরা দোকানদারদের দাবি, তাদের কাছে বাড়তি দরে কেনা পেঁয়াজ এখনও আছে। সেজন্যে দাম কমাতে পারেননি। দেশি জাতের মোকামেও দাম ২-১ টাকা কমেছে। তবে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।

কৃষি মন্ত্রণালয় চলতি বছর ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যে সাড়ে তিন লাখ টন আমদানি হয়েছে। হিলি, ভোমরাসহ বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আসছে। তবে বেনাপোল দিয়ে শনিবার থেকে পেঁয়াজ আনছেন না ব্যবসায়ীরা।

গত বৃহস্পতিবার সাড়ে ৪৬ টন পেঁয়াজ আমদানি হয়। ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে গত ১৯ আগস্ট পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

/এমএন

Exit mobile version