Site icon Jamuna Television

দাবানলে পুড়ছে পেরু ও বলিভিয়া, নিহত ২

দাবানলে পুড়ছে পেরু। ছবি: রয়টার্স

লাতিন দেশগুলোয় ক্রমেই ছড়াচ্ছে ভয়াবহ দাবানল। পেরুতে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবারও (২৩ আগস্ট) মিলেছে ২ বাসিন্দার দেহাবশেষ। খবর রয়টার্সের।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপুরিম্যাক অঞ্চল। সেখানে আরও ১১ জন দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে গেছে ৪৯৪ একরের বেশি এলাকা। দাবানল নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।

এদিকে, প্রতিবেশী দেশ বলিভিয়াও দাবানলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। রাজধানীসহ দুটি শহরের আবাসিক এলাকায় ছড়িয়েছে আগুন। পুড়ে গেছে বহু বাড়িঘর-স্থাপনা। বুধবার জারি করা হয় জরুরি অবস্থা। এরই মধ্যে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। জানা গেছে, দাবানলে ক্ষতিগ্রস্থ অঞ্চলে ৫শ’র বেশি সৈন্য পাঠানো হয়েছে।

/এএম

Exit mobile version