Site icon Jamuna Television

অবতরণের পর চন্দ্রপৃষ্ঠে অভিযান শুরু চন্দ্রযান-৩ এর, পাঠাতে শুরু করেছে ছবি

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে ভারত। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের নভোযান চন্দ্রযান-৩। অবতরণের পরই ব্যস্ত সময় পার করছে ভারতীয় নভোযানের রোভার ‘প্রজ্ঞান’। এরই মধ্যে চাঁদের ওই অংশের বেশ কয়েকটি ছবি পৃথিবীতে পাঠিয়েছে এটি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে সেগুলো প্রকাশ করে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র আইএসআরও। খবর এনডিটিভির।

এক টুইট বার্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ‘মেড ইন ইন্ডিয়া, মেড ফর দি মুন’। ল্যান্ডার বিক্রম থেকে চাকা গড়িয়ে চাঁদে নেমেছে রোভারটি। চন্দ্রপৃষ্ঠে হেঁটে বেড়াচ্ছে সেটি। আইএসআরও’র চেয়ারম্যান এস সোমনাথ পৃথক বিবৃতিতে জানান, চন্দ্রযান-থ্রি’র ল্যান্ডার ও রোভার দুটিই ঠিকমতো কাজ করছে। শিগগিরই প্রকাশ করা হবে সেগুলোর ছবি।

আগামী ১৪ দিন, ছয় চাকার রোবটিক যানটি বিভিন্ন নমুনা সংগ্রহ করবে। চাঁদে জমাট বরফ ও পানির সন্ধান করবে এটি। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতের মহাকাশযান চাঁদের দক্ষিণ গোলার্ধে নেমে তৈরি করেছে রেকর্ড।

এসজেড/

Exit mobile version