Site icon Jamuna Television

২৪ ঘণ্টার মধ্যে খালেদাকে হাসপাতালে ভর্তির আহ্বান আইনজীবীদের

২৪ ঘণ্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির আহ্বান জানিয়েছেন তাঁর আইনজীবীরা। এসময় রাজনীতি বাদ দিয়ে আগে তাঁর চিকিৎসা করানোর আহ্বান জানান তারা।

শুক্রবার বিকালে পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে এ আহ্বান জানান আইনজীবীরা।

এসময় প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এ জে মাহমুদ আলী, জয়নুল আবেদীন ও আব্দুল রেজাক খান। পরে জয়নুল আবেদিন জানান, খালেদা জিয়ার বাঁ হাত-পা ও চোখে সমস্যা দেখা দিয়েছে। এ জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়ার আবেদন জানান তারা।

Exit mobile version