Site icon Jamuna Television

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে জাতিসংঘ, বাংলাদেশের উন্নয়নে তারা খুশি: ওবায়দুল কাদের

বাংলাদেশের উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলেছেন জাতিসংঘের প্রতিনিধিরা। বাংলাদেশ এগিয়ে যাওয়ায় তারা খুশি। শেখ হাসিনার নেতৃত্বেরও তারা প্রশংসা করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এর সাথে বৈঠক শেষে এসব কথা জানান ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, আলোচনা আসলে অন্যরকম হয়েছে। অন্যান্যরা সবাই নির্বাচনের কথা বললেও জাতিসংঘের প্রতিনিধিরা মূলত উন্নয়ন প্রকল্প নিয়েই কথা বলেছে।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন আশা করে জাতিসংঘ। তবে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি জাতিসংঘের প্রতিনিধিরা। আওয়ামী লীগও চায় বিএনপির মতো বড় দল নির্বাচনে আসুক। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতির কথা আমরা তাদের জানিয়েছি।

এই বৈঠকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বিকেল সাড়ে ৪টায় গুলশান-২ নম্বরে বৈঠকটি শুরু হয়। ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।

এসজেড/

Exit mobile version