Site icon Jamuna Television

অতিউৎসাহী গোয়েন্দারা নেতাকর্মীদের গ্রেফতার করছেন: ছাত্রদল সভাপতি

চলমান এক দফার আন্দোলনকে সামনে রেখে অতিউৎসাহী গোয়েন্দা কর্মকর্তারা ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করছেন। এমন অভিযোগ করেছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। এই নেতাকর্মীদের পুলিশি হেফাজতে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি।

ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে দাবি করে রাশেদ খান বলেন, চলমান আন্দোলনে বিএনপির বিজয় অবশম্ভাবী। আন্দোলনে বাধা এলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধের মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি।

এটিএম/

Exit mobile version