Site icon Jamuna Television

চট্টগ্রামে বিটিআই আমদানিতে জালিয়াতি, মামলা দায়ের

ফাইল ছবি

ডেঙ্গু নিধনে বিটিআই আমদানিতে জালিয়াতির প্রমাণ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য আমদানিকৃত ৫ টন বিটিআই শুল্কায়নে জাল কাগজপত্র জমা দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেট ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কারণে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এম নাসিরউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত ২৬ জুলাই আমদানি করা বিটিআই শুল্কায়নের জন্য কাস্টমসের আইসিকোডা ওয়ার্ল্ড সার্ভারে নথিপত্র দাখিল করে আমদানিকারক প্রতিষ্ঠান। সে সময় তাৎক্ষনিকভাবে কাগজপত্রগুলো যাচাই করা সম্ভব হয়নি। গত ২১ আগস্ট দাখিলকৃত নথিপত্র যাচাই-বাছাইয়ের জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতরে পাঠালে তারা জানায় যে, স্বাক্ষর জাল করে এসব নথিপত্র দাখিল করা হয়েছে। মার্শাল এগ্রোভেট ক্যামিকেল ইন্ড্রাস্টিজ লিমিটেড বিটিআই আমদানির কোনো অনুমোদন নেয়নি বলেও জানিয়েছে তারা।

/এসএইচ

Exit mobile version