Site icon Jamuna Television

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে দোকু

ম্যান সিটিতে জেরেমি দোকু। ছবি: টুইটার

ফ্রান্সের ক্লাব রেনে থেকে বেলজিয়ান উইঙ্গার জেরেমি দোকুকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বিবিসি জানিয়েছে, পাঁচ কোটি ৫৪ লাখ পাউন্ডে এই ফুটবলারকে ৫ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে সিটিজেনরা।

২১ বছর বয়সী এই ফুটবলারকে ৫ বছরের চুক্তিতে নিজেদের ডেরায় ভিড়িয়েছে গার্দিওলার দল। বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচ খেলা দোকুকে দেয়া হয়েছে সিটির ১১ নম্বর জার্সি। গত মৌসুমে ট্রেবল জয়ী সিটিতে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই উইঙ্গার।

২০২০ সালের অক্টোবরে লিগ ওয়ানের ক্লাব রেনেতে যোগ দেন দোকু। এরপর থেকে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলে ৯২ ম্যাচে করেছেন ১২ গোল। মূলত রিয়াদ মাহরেজ সৌদি লিগে পাড়ি দেয়ায় তার বিকল্প হিসেবে দোকুকে দলে নিয়েছে ম্যানসিটি। ক্লাবটি কদিন আগে চুক্তি বাড়িয়েছিল পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভার সঙ্গে।

/এএম

Exit mobile version