Site icon Jamuna Television

ড্রোন হামলার পূর্বাভাসে সাময়িক বন্ধ মস্কোর দুটি এয়ারপোর্ট

ড্রোন হামলার পূর্বাভাসে রাজধানীর দুটি এয়ারপোর্টের কার্যক্রম স্থগিত রাখলো মস্কো প্রশাসন। শুক্রবার (২৫ আগস্ট) দিনভর বহাল থাকবে এই সিদ্ধান্ত।

বিমান কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, নুকোভো এবং দমোদেদোভো এয়ারপোর্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারণ এলাকাগুলোয় রয়েছে ইউক্রেনীয় বাহিনীর তরফ থেকে ড্রোন ও মিসাইল হামলার পূর্বাভাস। কোনো বিমান অবতরণ না করার অনুরোধ জানানো হয়েছে। একইসাথে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এরইমধ্যে, আশপাশের এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতে জোরালো বিস্ফোরণ ঘটার কথা। গেলো মঙ্গল ও বুধবারও ড্রোন হামলায় বিপর্যয় ঘটে বিমান ফ্লাইটের।

এটিএম/

Exit mobile version