Site icon Jamuna Television

নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঘাসিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। নরসিংদীর ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে ঘটনাস্থলেই মারা যান যান মাইক্রোবাসের ৫ আরোহী। গুরুতর আহত ৬ জনকে নেয়া হয় নরসিংদী সদর হাসপাতালে। সেখানে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, হতাহতরা সবাই সাভারের আশুলিয়ার এসবি নিটিং ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারী। সিলেটে বেড়ানোর উদ্দেশে যাচ্ছিলেন তারা। ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএম

Exit mobile version