Site icon Jamuna Television

বনানীতে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ট্রাকচালক

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক মারা গেছেন। নিহত শাহজাহান রাতে টঙ্গীর কারখানা থেকে রড নিয়ে হাজারীবাগ যাচ্ছিলেন।

শুক্রবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী নৌসদর দফতরের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় রড বোঝায় ট্রাকটি। এতে ট্রাকের চালক শাহজাহান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

নিহত শাজাহান ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বাসিন্দা। তিনি গাজীপুরের টঙ্গীতে থাকতেন। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে।

এটীএম/

Exit mobile version