Site icon Jamuna Television

গণমিছিলে সমবেত বিএনপির নেতা-কর্মীরা

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করছে বিএনপি। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এরই মধ্যে শ্যামলীতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়েছে। গণমিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতা কর্মীরা।

বিএনপির মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে দয়াগঞ্জে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এ ছাড়া মহানগর উত্তর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল শুরু হবে শ্যামলী রিং রোড থেকে। মিছিলটি শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। এ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া একই দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এলডিপিসহ সমমনা দলগুলো পতাকা মিছিল করবে।

এসজেড/

Exit mobile version