Site icon Jamuna Television

নতুন রেকর্ড গড়ে শীর্ষে সাকিব

ইএসপিএন ক্রিকইনফো থেকে সংগৃহীত ছবি।

অর্জনের মুকুটে এবার আরও একটি নতুন পালক যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। বাংলাদেশের সর্বোচ্চ ফেসবুক ফলোয়ার এই মুহূর্তে বাঁহাতি এ বিশ্বসেরা অলরাউন্ডারের। ১৬ মিলিয়ন ফলোয়ার এই মুহূর্তে সাকিবকে ফলো করছে তার ভেরিফায়েড ফেসবুক পেজে।

এর সুবাদেই জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে টপকে ফেসবুকে বাংলাদেশের মোস্ট পপুলার তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সাকিবের বর্তমান ফলোয়ারের সংখ্যা ১৬ মিলিয়ন। আর দ্বিতীয় অবস্থানে থাকা চিত্রনায়িকা পরীমণির ফেসবুকে ফলোয়ার ১৫ মিলিয়ন। আর, তিন নম্বরে আছেন বাংলাদেশ ক্রিকেটের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম (১৩ মিলিয়ন)।

প্রসঙ্গত, জনপ্রিয় আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার ১৬৫ মিলিয়ন। আর, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির ফেসবুকে ফলোয়ার রয়েছে ১১৫ মিলিয়ন।

/এসএইচ 

Exit mobile version