Site icon Jamuna Television

উড়ন্ত বিমানে সন্তান জন্ম দিলেন মিয়ানমারের নারী

উড়ন্ত বিমানে সন্তান জন্ম দিলেন মিয়ানমারের এক নারী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) তাচিলেক থেকে ইয়াঙ্গুনগামী মিয়ানমার কে-বি-জেড ফ্লাইটে ঘটে এ ঘটনা। খবর রয়টার্সের।

সে সময়কার একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, প্রসব বেদনায় কাতারাচ্ছেন এক নারী। তাকে সহায়তা করতে এগিয়ে যান আশপাশের অনেক সহযাত্রী। নিজ নিজ জায়গা থেকে ওই নারীকে করেন সহায়তা। কিছু সময় পর একটি মেয়ে শিশুর জন্ম দেন তিনি। সে সময় ফ্লাইটে কোনো চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসক ছিলো জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, বিমান উড্ডয়নের ২০ মিনিটের মাথায় এ ঘটনা ঘটে। শিশু ও মা দু’জনেই সুস্থ আছে বলেও নিশ্চিত করা হয়েছে। পরে তাদের দু’জনকেই তেচিলেকের একটি হাসপাতালে পাঠানো হয়।

এটিএম/

Exit mobile version