Site icon Jamuna Television

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতের আর্থিং এর শর্ট সার্কিটের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। সেসময় মা মরিয়ম মেয়েকে বাঁচাতে গেলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আবু আজিফ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। বিস্তারিত জানার পর আপনাদের জানানো হবে।

এটিএম/

Exit mobile version