Site icon Jamuna Television

তামিলনাড়ুতে পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১০

ভারতের তামিলনাড়ুতে একটি পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী।

শনিবার (২৬ আগস্ট) ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা ট্রেনের কামরার মধ্যেই ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ ব্যবহার করে রান্না করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এরইমধ্যে স্থানীয় পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানো ও বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো উদ্ধার করেছে।

এটিএম/

Exit mobile version