Site icon Jamuna Television

অর্থ বরাদ্দ দিয়ে ওয়াইন ধ্বংস করছে ফরাসি সরকার

ওয়াইন ধ্বংসে বরাদ্দ দিচ্ছে ফরাসি সরকার। এ লক্ষ্যে ২০ কোটি ইউরো বরাদ্দের কথা নিশ্চিত করেছে প্রশাসন। খবর ইনসাইডারের।

মূলত, উল্লেখযোগ্য হারে ওয়াইনের চাহিদা কমে যাওয়ায় অতিরিক্ত উৎপাদন করে বিপাকে পড়েছে উৎপাদক কোম্পানিগুলো। তাদের ক্ষতি পোষাতে তাই বরাদ্দকৃত অর্থ দিয়ে সরকারের পক্ষ থেকে বাড়তি ওয়াইন কিনে নেয়া হবে। পরবর্তীতে হ্যান্ড স্যানিটাইজার, পারফিউম এবং অন্যান্য পণ্যে ব্যবহার করা হবে এসব অ্যালকোহল।

ইউরোপীয়ান কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে ফ্রান্সে ২২ শতাংশ, জার্মানিতে ৩৪ শতাংশ, স্পেনে ১৫ শতাংশ ওয়াইন বিক্রি কমেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসজেড/

Exit mobile version