Site icon Jamuna Television

‘এশিয়া কাপ ভারতের, তবে বিশ্বকাপে তাদের চ্যালেঞ্জ জানাবে ৬টি দল’

ভারত এশিয়া কাপ জিতবে নিশ্চিত। তবে বিশ্বকাপ জয়ের পথে তাদের চ্যালেঞ্জ জানাবে ৬টি দেশ। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা— এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল।

এশিয়া কাপের জন্য ইতোমধ্যে বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবার ৫০ ওভারের ফরম্যাটেই হবে এশিয়া কাপ। শ্রীলঙ্কা ও পাকিস্তান বসতে যাচ্ছে এই আয়োজন।

এক সাক্ষাৎকারে ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল বলেছেন, ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে, এটা এক ধরনের সুবিধা। আবার একই সঙ্গে এটা বেশ অসুবিধারও। ঘরের মাঠে খেলাটা চাপের ব্যাপারও হয়ে উঠতে পারে।

এশিয়া কাপ শেষে কয়েক দিন পরেই বিশ্বকাপের পর্দা উঠবে। বড় দুই টুর্নামেন্টেই ফেভারিট হিসেবে মাঠে নামবে রোহিত শর্মার দল।

/এমএন

Exit mobile version