Site icon Jamuna Television

ম্যাড স্টারসে ১৬ পুরস্কার পেলো এশিয়াটিক এমসিএল

আন্তর্জাতিক বিজ্ঞাপনী উৎসব ম্যাড স্টারস ২০২৩-এ ১৬টি অ্যাওয়ার্ড জিতেছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড। যার মধ্যে রয়েছে ২টি গোল্ড, ৩টি সিলভার, ৩টি ব্রোঞ্জ ও ৮টি ক্রিস্টাল। গতকাল শুক্রবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয় বিজ্ঞাপনী এই উৎসব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ম্যাড স্টারসে বাংলাদেশি কোনো বিজ্ঞাপনী সংস্থার এটিই সর্বোচ্চ সংখ্যক অ্যাওয়ার্ড। এশিয়াটিক এমসিএল চারটি প্রকল্প জমা দিয়ে এই পুরস্কার জেতে।

/এমএন

Exit mobile version