Site icon Jamuna Television

রোহিঙ্গা নির্যাতনে আইসিসি’র মতামত প্রত্যাখ্যান করলো মিয়ানমার

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতামত প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট উইন মিন্তের কার্যালয় থেকে বলা হয়, ত্রুটিপূর্ণ তদন্ত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত দিয়েছে আদালত। তাই এর আইনগত বৈধতাও প্রশ্নবিদ্ধ। আইসিসি’র রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কোনো কারণ নেই বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

নেইপিদো’র দাবি, রোহিঙ্গাদের ব্যক্তিগত দুর্ভোগের তথ্য অতিরঞ্জিত করে পুরো বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। এতে আবেগের বশে আদালত মত দিলেও এ নিয়ে আইনিভাবে যুক্তিতর্ক স্থাপনের কোনো সুযোগ নেই।

গত বৃহস্পতিবার, রোহিঙ্গাদের অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া শুরুর জন্য করা আবেদনের পক্ষে মত দেয় আইসিসি। এর আগে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ আনে জাতিসংঘ।

Exit mobile version