Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রসহ ৪ দেশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল নাইজার

রাষ্ট্রদূতদের দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রসহ ৪ দেশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল নাইজারের সামরিক শাসক। যুক্তরাষ্ট্র ছাড়া দেশগুলোর মধ্যে রয়েছে, ফান্স, জার্মানি এবং নাইজেরিয়া। খবর এএফপির।

যদিও রাষ্ট্রদূতদের বিরুদ্ধে এ আল্টিমেটাম তাৎক্ষনিক প্রত্যাখান করা হয় প্যরিসের পক্ষ থেকে। তারা জানায়, ক্ষমতা দখলকারী সামরিক শাসকদের তারা কখনোই স্বীকৃতি দেয়নি।

গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করা হয়। পশ্চিম আফ্রিকান জোট ইসিওডব্লিউএএস নাইজারের নতুন প্রশাসনকে স্বীকৃতি দেয়নি। তারা মোহাম্মদ বাজোমকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়ে যাচ্ছে। গতকাল তারা নাইজারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

এটিএম/

Exit mobile version