Site icon Jamuna Television

মাঝ আকাশে বিমান বিধ্বস্ত, নিহত ইউক্রেনের আলোচিত পাইলট

মাঝ আকাশে বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হলো ইউক্রেনের আলোচিত পাইলট আন্দ্রি পিলশিকোভসহ তিনজনের। শনিবার (২৬ আগস্ট) রাত্রিকালীন ভাষণে এ তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

তিনি জানান, রাজধানী কিয়েভের পশ্চিমে ঝাইতোমির অঞ্চলে দু’টি এল থার্ট নাইন বিমানের মধ্যে হয় সংঘর্ষ। ফ্রন্টলাইন থেকে কয়েকশ’ মাইল দূরের আকাশসীমায় হয় এ ঘটনা। প্রশিক্ষণ বিমান দু’টি বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় ফাইটার জেট পাইলট আন্দ্রি ও আরও দুই এয়ার ম্যানের।

তিন বিমান সেনার মৃত্যুকে দুর্ভাগ্যজনক ও অপূরণীয় ক্ষতি বলে আখ্যা দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। রণক্ষেত্রে রাশিয়াকে মোকাবেলায় ব্যাপক দক্ষতা দেখিয়ে আলোচনায় আসেন পাইলট আন্দ্রি পিলশিকোভ। ফাইটার জুস নামে পরিচিতি পান তিনি।

প্রখর বুদ্ধিমত্তাসম্পন্ন এই যোদ্ধা সাধারণত মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট পরিচালনা করতেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।

এটিএম/

Exit mobile version