Site icon Jamuna Television

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ছে সাকিব বাহিনী; আজ যাচ্ছেন না লিটন

এশিয়া কাপ খেলতে আজ (২৭ আগস্ট) দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে এয়ারপোর্টে পৌঁছেছে দল। তবে অসুস্থ থাকায় আজ দলের সাথে যাচ্ছেন না ওপেনার লিটন দাস।

রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে সাকিব আল হাসানদের।

৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আয়োজক দেশটিতে তিনটি অনুশীলন সেশন করার সুযোগ পাবে টাইগাররা। দু’দিন পর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহারে আফগানিস্তানের সাথে রয়েছে টাইগারদের ম্যাচ।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে গেছেন পেসার তাসকিন আহমেদ। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আগের দিন মিরপুরে প্রেস কনফারেন্সে এশিয়া কাপ নিয়ে ভাবনা জানান অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্দিকা হাথুরুসিংহে।

/এম ই

Exit mobile version