Site icon Jamuna Television

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজিব (৩০) উপজেলার এওজবালিয়া ইউনিয়নেরমৃত মিজানুর রহমানের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরোয়ানাভুক্ত আসামি রাজিবকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে নীল রঙের প্ল্যাস্টিকের ব্যাগে মোড়ানো একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে আমাদের ডিউটিরত পুলিশ তাকে গ্রেফতারের বিষয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই অস্ত্রের কথাটি স্বীকার করে রাজিব। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসজেড/

Exit mobile version