বিএনপি হত্যার রাজনীতি করে। তাদের জন্মই হত্যার রাজনীতির মধ্যে দিয়ে। বিএনপি ১০ বছর ক্ষমতায় ছিল। তবুও জিয়াউর রহমান হত্যার বিচার করেনি, কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলে। এমন কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আইভি রহমান পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন বন্ধে বিদেশিদের কাছে ধর্না দিয়েও লাভ হয়নি; এটাই বিএনপির অন্তর্জ্বালা।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে। এতে কিছুই আসে-যায় না। নির্বাচন বর্জনের সকল অধিকার তাদের আছে। কিন্তু তারা যদি নির্বাচন প্রতিরোধ করার চেষ্টা করে, তবে দেশের জনগণ তাদের কঠোর হস্তে প্রতিহত করবে।
আরও পড়ুন: তিন বিষয়ে ফেল করলেও মানোন্নয়ন পরীক্ষা ও প্রমোশনের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ
/এম ই

